About the Muktijuddho Olympiad




শুক্রবার 30 October 2020) থেকে শুরু হয়েছে "#মুক্তিযুদ্ধ_অলিম্পিয়াড" যা মূলত ১০টি পর্বে বিভক্ত।
 


 





 
 
 
 
#মুক্তিযুদ্ধ_অলিম্পিয়াড এর প্রতিটি পর্বের জন্য আলাদা রেজিস্ট্রেশন করা যাবে এবং রেজিস্ট্রেশন ফি - ১০২/- টাকা পরিশোধ করতে হবে +88-01911-088706 নাম্বারে বিকাশের Send Money অপশন ব্যবহার করে।
 



#মুক্তিযুদ্ধ_অলিম্পিয়াড এর ১০টি পর্ব ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি পর্ব থেকে 30 জন করে 300 জন বিজয়ী নির্বাচন করা হবে। মুজিব শতবর্ষে তিন শত পুরস্কার !
.
#মুক্তিযুদ্ধ_অলিম্পিয়াড এর Registration শুরুঃ 26 October 2020 এবং চলবে ২৫ মার্চ রাত ৯ টা ৫০ মিনিট পর্যন্ত। 
 
Registration Link : https://muktijuddhoolympiad.page.tl/Registration.htm

 
Hotline : +88-01911-088706
 
Sponsor :
1. Royal Engineering Academy, Rajshahi
2. RoyalSoft Computer Training Institute
3. RoyalTech AI & BCI Research Lab
 
[মনে রাখবেনঃ প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা নিরপেক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের স্বার্থে নিয়মকানুনে পরিবর্তন আসতে পারে। প্রত্যেক পর্বে অংশগ্রহণকারীদের প্রাপ্ত Marks, Position এবং বিজয়ীদের ছবিসহ তথ্য এই পেজে শেয়ার করা হবে। সর্বোচ্চ নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে।]
 
সাথেই থাকুন। 
 
Today, there have been 24162 visitors (50406 hits) on this page!
This website was created for free with Webme. Would you also like to have your own website?
Sign up for free